সবুজ শ্যামল বসুন্ধরা মনোহর কত
জীন ইনসান পশুপাখি তরুলতা শত,
আকাশ-বাতাস চাঁদ তারা নদনদী আর
সাগর পাহাড় মরুভূমি সবি সৃষ্টি তাঁর।


আরশ কুরসি ফেরেশতা গান গায় সবে
লওহ কলম গ্রহ রাজি যত আছে ভবে।
রিজিক বিলান দয়াময় সুমহান তিনি
লালন পালন সৃষ্টি কারী, সুবহান যিনি।


তাঁর হুকুমেই সৃষ্টি মাঝে প্রাণ আসে জানি
জীবনে মরণে তাঁকে মোরা অধিপতি মানি,
গাও সকলেই তাঁর গান, অন্তর্যামী রব
সৃজন তাঁহার অপরূপ, আছে যত সব।


দেখবে যখন আঁখি মেলে ধরণীর পানে
সেজদায় পাবে সকলেই ব্যস্ত তাঁর গানে,
মহান স্রষ্টার গুণ গানে মনযোগ রেখো
তাঁর অধীনেই সব কিছু চোখ খুলে দেখো।


২২ সেপ্টেম্বর ২০২০, সুনামগঞ্জ