মহান স্রষ্টার সৃষ্টি মাঝে
সবার শ্রেষ্ঠ যিনি,
তাঁর সমতুল আর কেহ নেই
আমার নবী তিনি।


ছেলেবেলা যার পরিচয়
সাদিক, আমিন ছিলো,
আঁধার যুগের আরববাসী
সে উপাধি দিলো।


কৈশোরেতে চাচার সাথে
যান সিরিয়া ব্যবসায়,
মেঘমালাদের ছায়া দেয়া
বুহাইরা দেখতে পায়।


যৌবনকালে সকল মানুষ
ভাবে তাঁকে নিয়ে,
এ কেমন লোক দেখলে যারে
জুড়িয়ে যায় হিয়ে।


দ্বীনের দাওয়াত শুরু হলে
ভাগ্যবান কাছে এলো,
কপাল খারাপ দুর্ভাগারা
সেদিন দূরে গেলো।


খোদার বানী কুরআন দিয়ে
শান্তির সমাজ গড়ে,
আল হাদিসে শিক্ষা দিলেন
সারা জনম ভরে।


উম্মতি বলে কেঁদে তিনি
কাটিয়েছেন দিনরাত,
হাশর মাঠে পাপী তড়াতে
তুলবেন আবার দুই হাত।


১৬ নভেম্বর ২০২০
নবীনগর, সুনামগঞ্জ