"আকুলতা"  


আজ থেকে ঠিক অনেকটা বছর আগে
  অমাবস্যার এক ঘন অন্ধকার রাতে
আমাকে রেখে চলে গিয়েছিলে অনেক দূরে ।
  অমাবস্যার ঘন অন্ধকার কেটে গেল,
রাত্রি তার লাবণ্যময়ী জ্যোৎস্না ফিরে পেল
কিন্তু , কিন্তু আমি আর কোন দিন তোমাকে
        আমার করে পেলাম না  ।


     আমার ভালবাসার আকুলতা
     আজও তোমাকে খুঁজে ফেরে
শূন্য হৃদয়টা তোমার অপেক্ষার প্রহর গুনতে গুনতে
          আজ বড়ই ক্লান্ত ।
         এই বুঝি তুমি এলে,
   জড়িয়ে ধরে আমায় বললে
          "ভালবাসি প্রিয়
          ভালবাসি তোমায় ।"


সত্যিই কি আর ভালোবাসো না আমায় ?
কল্পলোকের স্বপ্ন গুলো কি
কোনো দিন ও সত্যি হবে না ?
তোমার ভালবাসার আলোর ঝলকানি
আমার হৃদয়ের সব অন্ধকার মুছে
নতুন আলোয় উদ্দীপ্ত করবে না ?


মনের বাগানে সাজানো হাজার স্বপ্নের সমাহার
আজ লুণ্ঠিত হয়ে আছে তোমার অবহেলায়
       প্রেমহীন হৃদয়টা আজ  
       শুধুই এক খণ্ড মরুভূমি
         কোথাও কেউ নেই
          কোথাও কেউ নেই...


প্রিয়,
   মনে কি পড়ে না তোমার
সেদিনের বিকেল টার কথা ?
বকুলের তলে বসে আমার কাঁধে মাথা রেখে বলেছিলে
যদি একটা মুহূর্ত বাঁচি
তোমাকে নিয়েই বাঁচব ।


তবে কি সেদিনের সেই বিকেল টা মিথ্যে ছিল ?
নাকি মিথ্যে প্রেমের অতল সাগরে
তলিয়ে গেছে সেদিনের সেই প্রতিশ্রুতি ।


তুমি কি আমায় আর ভালোবাসো না ?
এখনও কি ঘৃণার বেড়াজালে ঘিরে রেখেছ
তোমার মনের জানা...
        বড় জানতে ইচ্ছে করে প্রিয়
          খুব জানতে ইচ্ছে করে
       খুব বেশিই জানতে ইচ্ছে করে ।