গন্তব্যহীন জীবন আর কতদূর যেতে পারে?
পৃথিবীর শেষ নদীও
আছড়ে ফেলেছে সর্বহারা ঢেউ
তবু কেন কাঁদছে নদী?
টানছে উজানে?
নিস্তরঙ্গ চায়ের কাপে ডুবে যাচ্ছে কথার সাগর
চলছে কথাদের বিভাজন
কোথায় দাঁড়িয়ে আছি?
প্রতিদিন খুঁড়ছি কিনা নিজের কবর?
প্রতিদিন বাজাচ্ছি কিনা শোকের বাঁশি?
রোপিত হচ্ছে কিনা বিষবৃক্ষের চারা?
ওহে! দিশেহারা, ভ্রমের সকল জন!
জেনে রাখা ভালো
ব্যর্থদের ফেরার থাকে না পথ
শূন্যতা ছাড়া
নষ্টদের করার থাকে না কিছু
নৈরাজ্য ছাড়া--
তাহলে
দেশ কী ডুবে যাবে ব্যর্থ আর নষ্টদের হোমানলে?