শেষ যেদিন পেছন ফিরে দেখেছিলাম
দু'চোখ ছিল আঁচলে ঢাকা
কোন সে বেদনায় অমন করে কাঁদলে
আজো জানতে পারিনি
আজো নরসুন্দার কোল ঘেষে সেই কান্নার কুয়াশা
ঘুরে ঘুরে দুঃখ শোকের ছবি এঁকে যায়
শাপাইল বিলে ফুটে ওঠা শরতের  রক্তলাল শাপলা
আজো রাজ স্বাক্ষী হয়ে কথা কয়
কোন সে বেদনায়.....


রাত্রির অন্ধকারে একফালি মুগ্ধ চাঁদের ইশারায়  
মন ফাগুনের স্পন্দন, তা কি  স্মরণীয় নয় ?
ওই সন্ধ্যার আলো আঁধারির গা ঘেঁষে হিজলের ফুলে ভেসে ভেসে কতবার পার হয়ে গেলাম ম্রিয়মাণ নরসুন্দা, তা কি স্মরণীয় নয় ??
দূর হতে ভেসে আসা সুর " বার বার ফিরে আসে অলি বার বার ফিরে যায়" কর্ণকুহরে এখনও বাজে অমলিন, এখনো ঘুঙুরের শব্দে মকমল পায়ের নাচন চোখের তারায়।


তারপরও কেন কাঁদো আঁচলে লুকায়ে মুখ !!
হায় সময়! বেদনার নীলে জলে মিলেমিশে একাকার হই খুব , তবু স্বপ্ন দেখা, তবু অপেক্ষা শতাব্দী  ফুল ফোটার
এ তোমার, এ আমার নিশ্চিত অধিকার।
******************************
টুঙ্গিপাড়া,