এর থেকে মারণাস্ত্রই ছিল ভালো
ছিল ভালো যুদ্ধ যুদ্ধ খেলা
আমার হাতে তোমার জীবন তোমার হাতে মরা
ভালো ছিল খাদ্যাভাব আর ঝড় বৃষ্টি খরা।
*
এর থেকে জড়বাদই ভালো ছিল
ছিল ভালো দেশটি হিরক রাজার
রাজার সাধে জীবন মরণ রাজার সাধে পূজা
বিদ্যাবুদ্ধির নাইকো বালাই প্রকৃতিতেই সোজা।
*
এর থেকে জঙ্গলই ভালো ছিল
ছিল ভালো আদিম যুগের চলা
পাহাড় ঝর্ণা সাগর জলে অথৈ বোঝাপড়া
সভ্যতা নয় অসভ্যতাই বুকের পরে খাড়া
*
এখন আছি এ কোন জ্বালায় মারী এবং মড়ক
দিন রাত্রি মৃত্যু মৃত্যু মৃত্যু বেধড়ক
*
এই কি এখন ভালো আছি একলা একা থাকা ?
বাইরে যেতে বারণ সবার এমনতর খবর হবার
হৃদ গহীনে সকল সময় ভয়ভীতি কাজ করা
হায়রে বসুন্ধরা!
চাইনে এমন অনিয়মের ক্ষুধা মৃত্যু জ্বরা।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,