গড়ালো দুপুর, এখনো আঁকতে পারিনি নদী
চোখের কাজল জল কিম্বা তটরেখা রোদ্দুর
ওই দূর চরাচরে প্রান্তিক জীবনের বাঁকে
পাতার বাঁশির সাথে নিমগ্ন থেকেছি এতোটাকাল
সুর যদি পেয়ে যাই
অসুখের হাট ধরে হেঁটে যাবো তবু
ফুলগুলো বেমানান ফুটে আছে অশুচি বাগানে
বাদল প্রাতের দিকে কেন আর পাঠাবো এ মন!


বিকেলের আগে, সাজালাম জলরঙে
ওই তো সাজানো বাড়ি ছবিতেই যেমন দেখায়
বিচ্ছিন্ন দ্বীপের মতন তরুছায়া সুখ সরোবর
যদিবা থাকতে পারি খুলে নেবো অচলায়তন সব।


সাঁঝ এলে, নয়ন মুদিয়া স্বপ্নকে এঁকে নেবো ঠিক
জোছনারা যতই খেলুক এসে বাগানের ধার
দিবসের গ্লানি ঢাকা অন্ধকারে
তারে যদি শুনাতে পারি সুরের অধিক
তাহলেই ভোর হবে আলোময় স্বর্গ এসে থামবে ক্ষণিক।
---------------------------------------------
টুঙ্গিপাড়া,