জলের নীচে স্বচ্ছ কাচের মত অজানা ছিলে
কখনো ফোটা ফুলে
কখনো রোদের মিছিলে
ছিলোনা আলোচ্য বিষয়
ছিলোনা কৈফিয়ত
কিছু চাওয়া অথবা পাওয়া
তবু রাত্রির এক বিচ্ছিন্ন অন্ধকার
বগল দাবা করে ছুটছিলাম দূরের নিশানায়


খাতা ভরে বর্ষ বর্ষ জল এঁকেছি চোখের
নিপুণ বিনয়ের
ফুল আর আকাশ আঁকিনি বলে
ছায়াসমুদ্র হতে এই শীত এই স্মৃতি
ভালোবাসা ছুঁয়ে থাকি
অবশেষে এই বেলায় কুড়াই মনপাখি
মন তুমি চাইলে মন তোমাকেও শতবার আঁকি