আমি জানি ভালোবেসে তোমার মত দেবীর চরণযুগলে
মাথা ঠুকতে হয় কেমন করে
কেননা তোমার ওই নিস্পন্দন চরণের নীচেই
স্পন্দনের ছায়া শিকার করে চলেছে
অনাগত স্বপ্নের  আলিম্পন ----


কাব্যময় যুথিকা বনের পাশে, পাশ ফিরে থাকা
সহাস্যময়ী তোমাদের হৃদয় কুন্তল
অনাগত দিনের ভীড়ে, তীর খুঁজে পাওয়ার আশায় ব্যস্ত
আমি তাই চুরি করে চলে এসেছি
বিরাগীর চারকি ঘরের থেকে
কলস কলস ভালোবাসা বিলাতে।


যদিও এখনো মাঘ, আসেনি ফাগুন হাওয়া
ভয়ার্ত শীতের রাত অবগুণ্ঠনে ঢাকা
তবুও শোনা যায় দূরে
কোকিলের কুহু কুহু সুরে
ফাগুনের নতুন আবাহন, বাঙালীর কণ্ঠের গান
মরালীর জোছনা ভেজা রাত
জেগে থাকা আকাশের চাঁদ
পৃথিবীর পথে পথে অনুকুল পুলক
হাজার বছর ধরে।
******************************
সোনাডাঙ্গা,  খুলনা