বেসেছিলে ভালো। ভালোবেসেছিলে যদি
গতজনমের স্মৃতি
বেসেছিলে ভালো ফুল পাখি আর নদী
সে বয়ে যাওয়া স্বীকৃতি।


জনম জনম আঁধারের কাছে বলা
উজান স্রোতেই হাঁটি
বেদনা জাগানো কোন গান গেয়ে চলা
কোন কথা হলো খাঁটি !


এ জনমে দেখা গত জনমের  চাঁদ
বলেছিলে সব ফাঁকি
বলেছিলে কেটে যাবে অন্ধকারী রাত
সেই আশাবাদ রাখি।


এ জনমে এসে চেয়ে আছি পথ পানে
আমি এক পলাতকা
তবুও খুঁজছি খুঁজি শ্রান্ত দেহ মনে
আবার হবে তো দেখা?


কূলছাড়া আমি কোনকূলে ভিড়ি বলো
পৃথিবীটা আজ কালো
কবে দেখা যাবে, কবে হবে সব ভালো
ভোরের আকাশে আলো ?
_________________________||
টুঙ্গিপাড়া,