মনটা আমার ভীষণ খারাপ
দেহটা যে বেশী আরো
এমন করে চলতে গেলে
খোঁজ নেয়াটা হয়না কারো-- ভীষণ বাজে


একে একে সব আপনজন
মুখ ফিরিয়ে গেলো চলে
বলবো না নিজ কষ্ট কথা
চাণক্য যে গেলো বলে--সকল কাজে


বর্ষারাতে তোমার মধ্যে
ভিজেছিলাম যেমন তেমন
সেই ভেজাতেই জাগলো সাড়া
ভিজতে করলে আমন্ত্রণ--নবীন সাজে


আজ কি তোমার মনে আছে
কিশোর বেলার দেয়া নেয়া
পড়ার ফাঁকে খাটের নীচে
কেমন হতো পৌঁছে দেয়া-- মজার মাঝে !


আহা! কী আনন্দ কী আনন্দ
পুলক মাখা সে সময়টা
আবার যদি আসতো ফিরে
আবার যদি নাকে নাকটা-- ঘষতে লাজে!