কী করে বদলে ফেলি আমাকেই আমি
আবার নতুন করে কোনখানে থামি
কোন জলে স্নান সেরে মুগ্ধ পৃথিবীতে
শুদ্ধ হবো ঋদ্ধ হবো অপার শান্তিতে ?


ভেতরে ক্ষরণ হয়।  যত ভুল ত্রুটি
কী করে শুধরে নেবো? হবো কাদামাটি
আবার নদীর চরে ; গড়ে ছোট্ট ঘর
হবো ঠিক পরিশুদ্ধ সবুজ প্রান্তর।


জন্মে কী ছিলাম ক্রুদ্ধ ! নাকি পরিবেশে
লোভে শাপে দ্রোহ-দাহে নাকি শোক শেষে ?
উন্মাদে ভ্রান্ত ছলনে  দুষ্ট ক্ষত করে
দিয়েছি অজান্তে ভরে  সব স্তরে স্তরে।


আজ শক্ত অঙ্গিকারে, হাত ধরে হাঁটি
যদি, পুষ্প ঘ্রাণে ফুটে হই সত্য খাঁটি
আবার প্রভাত হই,  দুরন্ত রাস্তায়
আবার আসিতে চাই সবার আস্থায়।
****************************
টুঙ্গিপাড়া,