আমি তার ভুলিনি ঠিকানা
আঁধার রাত্রির কাছে তবু চেয়ে পাঠিয়েছি নদী
ভ্রমরের কাছে ফোটা ফোটা মধু
আমি জলের কাছে চাইব জলের রং
স্রোতের ওপর তরুবীথি আঁকা যায় যদি।


আমি তার ঘাটিনি শরীর
ঘেটেছি মনের কুসুম অজস্র পাঠ,দুঃখের জল
তার দু'টো চোখ, স্বপ্ন পুরুষ, পৌষ আঁধার
তবু আমি ভাবিনি ভুলে যাই সব
কখনো ভাবিনি খল, সত্যিই সে নির্মোহ নির্মল।


আঁধারকে বলিনি সরে যাও,
দুরন্ত প্রেম এসে প্রাণে প্রাণে জ্বালাক আলো
দীর্ঘ দুরাশার বেড়ি পরা হাত,
উঠুক ভরে সোনা ঝরা ফসলের সম্ভারে
সত্য আর সুন্দরে উঠিয়ে নিক সকল কালো।