নামতে নামতে শেষ পা রাখতেই
সিঁড়ি পথ ছুঁয়ে যায় ঘাতক নদী
জলের রঙ তবু জল নয় লোহু লাল ছোপ
আঘাতটা বুকে নয় বাংলাদেশে


চলতে চলতে ভিজে যাই বত্রিশে
মনে নেই ধ্রুপদী কিংবা রাম প্রসাদী
একটিই নাম মনে থাক
পিতার উদার আসন হৃদয়ে জন্মাক


বলতে বলতে বলি জন্মেছি কই
গর্বিত আমি এক কাঙ্ক্ষিত মায়ের ছেলে
আকড়ে আছে জলবায়ু মেঠোপথ শস্য শ্যামলা ক্ষেত
পাহাড় গিরি নদী মায়াভরা সমতলে
মধুময় মাতৃভাষায় লালিত সংস্কৃতিতেই
__________________________
টুঙ্গিপাড়া,