সুনিপুণ  কারুকাজে
হৃদয়ের প্রতিভা তুমি
কতকাল হোলো
আমাকে দিয়েছ নির্বাসন
সেই হতে হেঁটে হেঁটে
নাট্যমঞ্চের ভিলেন সেজে হইনা অস্থির
হিরো হিরোইনের হইনা
বাড়তি চিন্তার বোঝা
আমি তো পরাবর্তের ঢেউ তুলে
হয়েছি কৃষকের লাঙ্গলের ফলা
ধারালো কাস্তের আল্
সোনালী ক্ষেতে হাসিমাখা
প্রজন্মের ফসল
তবু যেন মনে বাজে
হৃদয়ের প্রতিভা তুমি
কতকাল হোলো
আমাকে দিয়েছ নির্বাসন


আমার স্বপ্নের নীড়ে যদি তুমি এসে
ঢেউ দিয়ে যাও
প্রচেষ্টার দ্বার ঘেষে
নিয়ে আসব নতুন প্রত্যয়
সুখে দুঃখে হেঁটে যাবো জীবনের আঙ্গিনায়।
★★★★★★★★★★★★★★★★★★★★
সোনাডাঙ্গা,খুলনা। রচনা ১৫/০৮/১৯৯৩
অগ্রন্থিত কবিতা