আঁধারেই বসে থাকি
বাড়তে দেখি রোদের মতো পাড়ার ছেলেমেয়ে
ওরা শুধু স্বপ্ন দ্যাখেনা আজকাল
স্বপ্ন বিকেলকে বুক পকেটে নিয়ে হৈ চৈ করে
ছায়া রোদ্দুরে মধ্যবর্তী গানে মেলায় সুর
আলোর উদ্ভাসে ভেসে চলে অসীম আকাশ


তবু জানি, যে পাখিটা নীড় ছেড়ে প্রতিভোরে আকাশ দ্যাখেনা রোদ্রময় পৃথিবী দ্যাখেনা খায়না শস্যদানা
তার বেঁচে থাকবার প্রয়োজন শেষ হয়


যে রোদ কখনো ছোঁয় না মৃত্তিকা, গুহার আঁধার
পাখির মতো কিংবা বালিকার করুণ চাহনি
ক্ষুধা আর তাড়িত দহনে সে ছুটে চলে দ্বিচক্রবালে
সেই চলাই তার বেঁচে থাকা শক্তি সাহস


যে মুক অন্ধ বধির কখনো হাঁটে না অথৈ নদী
পেরিয়ে যায় না জোনাক জ্বলা সুখ দুঃখ জঠর যন্ত্রণা  সে কী করে বুঝবে পরিশ্রমী ভোর কাকে বলে-- জীবন কাকে বলে
স্বপ্ন! সেতো অনেক দূর.. সম্মিলিত উদ্যানে
অধরা হয়ে ফুটে থাকে তুমুল উৎসবে