একটা চরমতম ব্যথা এসে বুকে
তীক্ষ্ম তীরের মত সূচীবিদ্ধ  করেছে আমাকে
হাজার বছর ধরে------
তবু কেন যেন শান্তি লাগে !!


আকাশে অসংখ্য ছুটন্ত তারার মত চলতে পথে
তোমার চম্পক আঙুলে বুলাও আমার চুল
আমার অশরীরি সমুদ্রের অঘাত নোনাজলে
যখন তুমি খাও অসংখ্য ডুব সাঁতার
আমার সীমাহীন স্বপ্নের কাছে
প্রজাপতি, ফুল, পাখি হয়ে ঢেউ দিয়ে যাও
সত্যিই আমি অবাক বনে যাই!


সৃষ্টির মধ্যে সত্যিই তাহলে
ভালোবাসা লুকিয়ে আছে  ?
হোক, সে সহস্র পীড়িত  বেদনা
ভালোবাসা, ভালোবাসাই।
******************************
রচনা১৯৯৪