দাও না এবার একটা চুমু এই জীবনে
থাকুক হয়ে সুখের স্মৃতি, থাকুক প্রীতি
চাও না তুমি বারেক ফিরে সকাতরে
এইটুকু তো চাইতে পারে প্রেমিকজনে।


প্রথম দেখার হট্টরোলে ঠৌঁট নাকটি সহ
কপোল জুড়ে জমছিল যে ভয় রাঙা ঘাম
একটু না হয় কমছে বলে, আসতে পারো
নদীর কাছে সাঁতার খেলায়, জমবে ভালো।


আর ক'টা দিন পেরিয়ে গেলে,শুকিয়ে নদী
জল জলচর বালুর মাঠে বিরাট নগর
গড়বে বুড়োর দাতের মতো খটমটানো
তোমার ছোঁয়ার ইতিহাসে পড়বে ধুলো।


থাকতে সময় আসতে পারো নিকট কাছে
চুমুর বদল নিতেই পারো মন চাহে তো
মন চাহেতো মনের ভেতর বাঁধতে পারো
আটচালা ঘর, এ মন তবু ফাঁকাই আছে।
____________________