আগামী
=======
দেখলাম
ঘরের কাঁধ বরাবর
জ্যৈষ্ঠের ভরা মেঘ ঝুলে আছে
যেন আসবে নেমে স্রোতের বৃষ্টি তাৎক্ষণিক
নেমে আসে সিঁড়ি, যেমন করে ওপর হতে নীচে


অভিমান ভুলে তুমিও নেমে এসো
এসো এই উর্বরা ভূমিতে চাষ করি সমৃদ্ধ আগামী।


দেখা
======
সবুজ ট্রেনে করে বৈশাখী ঝড় এলে
বলবো তোমায়
কতটুকু হুইসেলে ছেড়ে যাবে রোদের স্টেশন
ঈশানের কালো মেঘে কতোটুকু ছুঁয়ে যাবে নিশ্চিন্দিপুর?
এসে একবার দেখে যেও, বৃক্ষগুলি কতোটা নিবারণ করেছে তৃষ্ণা, ঝড়ের ঝাপটায় পাখিরাও প্রেমময় আছে কিনা।


স্মৃতি
======
স্মৃতিময় হয়ে আছে সোনার ফসল
পাটাতনে তুলে রাখা লাঙ্গল জোয়াল কাস্তে কোদাল
ধুলোময় হয়ে আছে শূন্য আথাল
মাঠে মাঠে ঘাস, চরায় না গরু আর গাঁয়ের রাখাল
সমস্ত শহরজুড়ে আজ গরুর গোহাল।
__________________________