আমি আমার আপনকে বলি, সমাজ রাষ্ট্র দেশকে বলি
সবকালের মানুষকে বলি, বলি সময়কে


বাইেরর দিকটা চাকচিক্যময় হলেও ভেতরটা?
অন্তরই যদি চাকচিক্যময় না হয়
শত কষ্টের মাঝে হাসতেই যদি না পারলে
জীবনটাই হবে অন্ধকার আর মহা কষ্টময়।


সত্যি সত্যিই তো
সে কোন জনম হতে বয়ে নিয়ে যাচ্ছ বুক ভরা
দুঃখ কষ্ট জ্বরা মারী মড়ক ঝড় বন্যা জলোচ্ছ্বাস
তোমার এই কষ্টের মধ্যেও বাস করে
এক প্রকার মোহময় সুখ
বেদনার ভেতর বাস করে উৎফুল্ল আগামী
আঁধারের মধ্যে আলোর ইশারা
আলো আর রোদের ভেতরে শত সূ্র্যের বাস  
জোছনা রাতে চাঁদতারার হাতছানি।


আলোর এই তীব্রচ্ছটায় মেঘহীন আকাশ
আর পৃথিবীর বুক চিরে নামুক স্বপ্ন আর কল্পনার
বাস্তব ছোঁয়া।
****************************
টুঙ্গিপাড়া,