অহেতুক
======


কেউ একজন লোভ দিয়ে আনে, আমারে দেখলে তার ভেতরটা টানে। ইহারে কি কয় দেখি কও না একবার? ফোটা ফুল হতে অলি গেছে চলে অন্যফুলে মধু আর ঘ্রাণ কুড়াবার। সত্যিই তাই ; অলক্ষ্যের পাশ হতে এসে আমার বাড়ীর কাছের মধুমতী ঘেষে, উড়ালো মেঘের ঘুড়ি হাতে তে লাটাই। আহা! এতো ভরসা? ওই আকাশ হতে পাই, এই পৃথিবীর কোনখানে তার কোন তুলনা যে নাই। সে টানেই থাকি দিনরাতি, লালসার ঘরে তুমি যতই জ্বালাও না বাতি।