প্রতিভা, এ ভাঙ্গা বুকে রেখোনা তোমার হাত
মলিন বাতাসে উড়ায় বকুল ঘ্রাণ
তুমি সরে যাও প্রতিভা।


তুমি আসবে বলে
এখনো আমার দুরন্ত নাটকের সংলাপ চলে
এখনো ক্ষয়ে ক্ষয়ে সময়ের তীক্ষ্ম ছুরি
বারোয়ারী পথে পথে শ্যেন  দৃষ্টি তুলে
যদিও তোমার  উদার জমিন দেখে
মেটাতে চাই লোলুপ তৃষা


তুমি আসবে বলে
ধুলি ওড়া মেঠো পথে কেউ
ছড়িয়ে রাখেনি  তিন পাঁপড়ির ফুল
ছড়িয়ে রাখেনি কেউ দুইহাতে প্রেম,ঋতু সমীরণ


প্রতিভা,  এখানে এসোনা তুমি
আর কখনো এসোনা তুমি
প্রজাপতি রমণীর মতো কষ্টময় দুপুর এখানে
পরিত্যক্ত শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের মতো
এখানে পড়ে আছে দুঃখের ছায়া
এখানেই থাকতে দাও আমাকে
তুমি হাত ধরে টেনে ওপরে তুলনা আর
এইতো ভালোই আছি।
***********************
রচনাকাল ১৬-১২-১৯৯৪ইং
সোনাডাংগা, খুলনা