আকাঙ্ক্ষিত ঈদ
===============


অন্তহীন দুঃখের কুঠুরিতেও কাল ঈদ
গুলশান বনানী বারিধারায় কাল ঈদ
গওহারডাঙ্গার চৌরঙ্গীতে কাল ঈদ
শহরের ফুটপাতে গাঁয়ের মেঠোপথে কাল ঈদ
ঈদ এসেছে হুল্লোড়ের, কান্নার, শাপ মোচনের
কারো একবুক অভিমানের, কারো আনন্দের
কারো সময়ের , কারো দুঃসময়।
*
স্বপ্নের খেলাঘরে কাল ঈদ
দুঃস্বপ্ন উড়ে যায় সন্ধ্যার আকাশে আবীরের রঙে
কপোতী শরীর, মন, মনের গহীনে কাল ঈদ
যত্নের চৌচালা ঘরে কাল ঈদ
ফেলে আসা জীবনের, শৈশব, কৈশোর,যৌবনে কাল ঈদ, মায়ের চোখে, বাবার চাহনিতে কাল ঈদ।
*
নদী জল সড়ক আর দেবদারু বনে কাল ঈদ
দেখা হলো বাঁকা চাঁদ, হাসিভরা পায়রার গীতল পায়ে
দুধ শাদা কফিনেও কাল ঈদ
যারা ছিল ক'দিন আগেও জীবনের খুব কাছাকাছি
সেখানেও যাক পৌঁছে ঈদ কোলাহল
অশ্রুর শ্রাবণ হয়ে, মিনতির সুর
হায়!
যারা গেছে চলে ঈদ হোক তাহাদের কবরের কাল।