আহা!
রাত জাগা পাখির সাথে তুমিও জেগে আছো রাত
কী অমন কষ্ট তোমার, কোন যন্ত্রণা শোকে
কীসের সন্তাপে পুড়ে যাও তুষের আগুনে!


দেখোনা মাধবি ফুটেছে ওই
পরিযায়ী মন উঠেছে জেগে ধ্রুব নক্ষত্রের দেশে
আদিম স্বপ্ন নেমেছে আজ এ মর্ত্যলোকে।


কতটা বিশ্বাসী তুমি ? এই অলি গলি রাজপথ
দরদালান হেরিটেজ মেঠোপথ কুঞ্জবন
সবকিছুর কসম
যদিও মেঘে চড়ে এনে দেবো দক্ষিনা পবন
তবু অপেক্ষায় থেকো হে বসন্ত রাত।


রোজ চাইবো রাতের ভেতরে নষ্ট রাত মরে যাক
বাতাসে দুর্গন্ধ বাতাস বিলীন হোক
মানুষের ভেতরে জাগুক আসল মানুষ
স্বপ্ন বুননের মতো ভাসুক সকাল
শুভ হোক আদিগন্ত হেঁটে চলা।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,