অখিল, তোর চোখে জল দেখেছি
বলতে কি পারিস, কোন মায়ার টানে
ইছামতী পার হলো স্মৃতিকনা মাসী ?
এই দেশের বুকে সোনা ফলা ধান কম ছিল কি
এইখানে রয়ে গেলো আনন্দ মঠ তুলসীর ঘাট
চোখ পোড়া জল চৌকি


অখিল, তোর গানে বুক ব্যথা করে
রানুদি'রা এখনো কি নিশ্চিন্তপুরে ?


অখিল, স্মৃতি মাসী নিয়ে গেলো আশা
তার মেয়ে গায়ত্রী দিয়েছিল প্রেম ভালোবাসা
এখন সে কোথায় কেমন ?
বেদনারা চিরকাল বেদনার বাঁশিগুলো বাজায় যেমন!


একটা খবর তুই দিবি বল পাগলা অখিল
আমার বুকের ভেতর কেন এতো কেঁদে মরে
আকাশের চিল ?