অখিল, বলতে পারিস আর কত ঘুরবি রাস্তায় ?
যাস কিনা মধুখালি বকশিপুর বাজার
জন্মেছিলি যে স্থানে, চেনে যে তোকে লোকে হাজার হাজার !


আয় তো একবার ঘুরে আসি পাটগাতি, স্মৃতির দোলনায় হাঁটা মধুমতী ঘাট
যেখানে খেলতাম ক্রিকেট ফুটবল কানামাছি গোল্লাছুট,
এখনো পড়ে আছে চেনা গাঁয়ের খোলামেলা ধূপখোলা জিটি স্কুল মাঠ।


আহা! ধীরে ধীরে স্মৃতিরও হয় এক দারুণ দক্ষতা
কালই তো দেখলাম এককালের বন্ধু চন্দনাকে খুঁজছেন তসলিমা
আজো তিনি ভুলতে পারেননি ফেলে আসা কৈশোর তারুণ্য যৌবন, পড়াশুনা খুনসুটি কবিতার সখ্যতা।
আজো তার প্রশ্ন জাগে মনে
কী করে জীবনেরে পেছনে রেখে জীবন এগিয়ে যায়
জীবনের তটরেখায়!


অখিল! খিড়কীর ওই পারে অকুল সিন্ধু নদী
আয় সময়ের আগে পার হই, ফুরায় জীবনের সব লেনদেন যদি!
------------------------------------------
টুঙ্গিপাড়া, ১৭/০২/২২