অখিল
চল হাঁটতে যাই
ফেরি করি আরেকটি বিকেল
চল যাই নদীকূলে আরেকটু সাঁতরাই
ঢেউ খেলা পাল তোলা আনন্দে বাড়ি ফিরি


জানিস অখিল?
সরকার নিভা এখনো বেঁচে আছে গাঁয়
দিন গোনে কেন যেন কার অপেক্ষায় ?
চল যাই কাঁধে ঝোলা ব্যাগ করে, রাশি রাশি শব্দ
আর মন ছোঁয়া কাব্য নিয়ে বিকিয়ে দেই আরেক সকাল
লিখে রাখি কানামাছি  ভোঁ ভোঁ..


চল আঁকি মনে খাতায় এলোমেলো মেঘ, রাতের তারা- সোনামুখি রোদ
ওই তো শান্ত মধুমতী, হোগলার বন, কাশফুল
পতিত জমিন, কবর শ্মশানের ঘাটি
চল যাই বিকিয়ে দেই হৃদয়ের মাঠ, অজস্র চিঠি আর প্রতিশ্রুতি, শুকনো বকুল গোলাপ
প্রতিভার চোখের কাজল।


অখিল
চল হাঁটতে যাই
আবার ফেরি করি তারুণ্য কৈশোর
চল আনি সচেতন সমুদ্র বিকেল।
_________________________
টুঙ্গিপাড়া,