স্মৃতিহীন হতে চাইলেও যদি হতে পারতাম
তাহলেও কী দাঁড়িয়ে থাকতাম
সোনাডাংগা বাসস্টপে
কিংবা গল্লামারী হয়ে সাঁচিবুনিয়ার পথে
না ঘুমে, না স্বপ্নে বিভোরিত ভালোবাসায় !


বিস্মৃতির মলয় বাতাসে রোদ মেখে
বিহ্বল হয়ে আছি খুব , নীরবিচ্ছিন্নভাবে একা
কেউ আসবে না, ফুটবে না একটিও ফুল প্রজাপতি মনে
নিঃসঙ্গ পাথরের কান্নায় রোজ বৃষ্টি আসেতো আসুক
দাঁড়িয়ে থাকা সেই পথে কাঁকর বিছাতে আসবে না কেউ আর! ভালোবাসা তো দূর!


এটা কি মনের গহীন হতে বলা ? নাকি অবেলার
অভিমান খোঁপা খুলে শুকাতে দেয়া চুল
রোদ্দুরে ভেসে যাক অমল ধবল চোখের বারুদ  !


ভেতরেই তো আমি মরে আছি বহু জন্ম আগে
পুনঃ পুনঃ জন্ম নেই আকণ্ঠ ভালোবাসিবারে
অন্দরের জানলায় বসে থাকি, বসে থাকি একা
নিশ্চিত জীবন পিয়াসী গাড়ি কখন চলে যায়
সাঁচিবুনিয়া হয়ে সোনাধরা দ্বীপে।


অথচ আজ সীমানাহীন সুখের অতীত
চাষ করি কর্কশ বালির ভূমি, খুঁজি তৃষ্ণার্ত
নারীর বুক মুক্তগন্ধা সবুজ ঝিনুক
বাহারি নজর কারো
অভিমান খুলে আবার উতলা হই অসীম সময়।
************************
টুঙ্গিপাড়া,