লালপেড়ে সাদা শাড়িটায় বেনী তোলা ঢেউ খেলানো যৌবন তলায় খুব বেশী বেমানান ছিলে না তুমি
অথচ অমন করে কাঁপা কাঁপা ঠোঁটের  ভীরুতা
আমার মোটেই ভালোলাগেনি বলে
প্রতিশ্রুত গান তোমাকে শোনানো হয়নি সেদিন।
কী মোহময় সুর ছিল সেদিন জানো?
তোমাকে শোনাতে পারিনি বলে
কণ্ঠকে রুধতে পারনি বলে
সে গানের সুর আর কথা ধার দিয়েছিলাম
মধুমতি চরে নিত্য বেসুরা গেয়ে যাওয়া
বারোমাস ধরে চাষ করা এক কৃষকের কাছে।


সে গান, সে সুর
দিনে দিনে ছড়িয়েছে কৃষক ফসলের মাঠ, হাটবাজার আর গৃহিনীর রান্নাঘর এদিক সেদিক।


আমার কাছে আর অবশিষ্ট নেই কিছু


আজ আমার সুর নেই বলে তুমি ভালোবাসো পথঘাট ভরা ফসলের মাঠ, কৃষকের হাসি
সে তো আমার মতো নয়, ফলায় ফসল গায় গান কবিতাও লেখে
একদিন নয় দুইদিন নয় বারোমাসি চাষি।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া