রোদের চমক না ফুরাতেই চোখে সন্ধ্যা নামে
আঁধার ঠেলে সদ্য বিয়ে করা বউ দেখতে ঘরে গেলে
শিরিষের পাতাগুলো লজ্জায় নুয়ে যায়, বৃষ্টি এলে পোষা বিড়ালটার মতো। শাপলা তোলা সকালে  
হাটুজলে ঝাপ দিয়ে, ধানের গাছগুলি পেছিয়ে কোড়াপাখি বাসা বেঁধে ডাকলো পুরুষ
ঝমঝম বৃষ্টি, গুড়ুম গুড়ুম বিজলীর আওয়াজ
আষাঢ় বইছে উরুর মাঠে।
আড়াই ফুলের আয়ু নিয়ে অমন নদী সমেত কতক্ষণ  আর বসে থাকা যায়?
স্নান সেরে আলোয় আসতে চোখের মধ্যে নাচে নতুন স্বপ্ন ময়ুর।