দুঃখ পাইনি বলবো না তবে কষ্ট পেয়েছি বেশী
এককুড়ি বসন্তের স্বপ্নের ইতি হয়ে গেলো
বাঁধতে বাঁধতে ছিড়ে গেলো মায়ার বাঁধন


রবি ঠাকুরও কষ্ট পেয়েছিলেন
চোখের সামনে স্ত্রী, দুইপুত্রের একজন, তিন কন্যার সবাই ঝরে গেলো রাত্রির ফোটাফুল ভোরের আগেই ডেসটিনি যাকে বলে.....


পার করছি বাহান্ন, আসল হিসেব।
দেহ টেনে সজোরে চালাই পকেট, নিত্যই মরা
মিসমার হয়ে গেলো সব জোড়াতালি দিন
ভাবছি না আকাশ কুসুম,অবশেষে মৃত্যুই শ্রেয় মনে হয়


দেখেছি অনেক......
পোষা বিড়ালগুলিও একে একে গেলো চলে
দেহগুলি ফেলতে ফেলতে চোখ হয় নদী
এইবার শুকিয়েছে চৈতের দাহে
আমারে ডাক দিয়েছে কে ভেতর পানে !