সমস্ত সত্ত্বাকে বিক্রি করে করে
হিসেবের বেসাতি হাতে, আমিও একদিন
পাড়ি দেবো আকাশ সাগর
আমিও একদিন প্রজাপতির রঙ্গিন ডানায় উড়ে উড়ে
তোমাকে করব বরণ---
এ এক সত্য, বড় সত্য বক্তব্য জেনো ;
তথাপি কান্নার কাছে বন্দী হয়ে হয়ে
বড় বেশী বেমানান হয়ে গেছে সব কিছু ইদানিং
সব থেকে বড় সত্য বিষয়টাকে ভুলে
সব ভুলানোর গান গেয়ে
আমরা ছুটি--- কেবল তীব্র বেগে সাঁই সাঁই করে--


এরই মাঝে আমার কি দোষ বলো?


আমার ও তো ভালে লাগে শুভ্র উরু, নরম স্তন
আমার ও তো ভালো লাগে সুন্দরের অবয়ব--
মাংস দোলানো পেছনটা
তারপর হেঁটে যাওয়া সত্যিকার আনন্দে
আমার ও তো ভালো লাগে
আমার ও তো ভালো লাগে---------
==========================
#জন্মান্তর_কবিতাগুচ্ছ