উদাস চোখে ব্যস্ত সাইকেলে
কতবার হারিয়েছি রোদ্দুর
কতবার হারিয়ে কৈশোর
কৃষ্ণচূড়ার ড্যাবডেবে কচি পাতার মতন
হা করে দাঁড়িয়ে থেকেছি সীমাহীন
সেই চেনামুখ তাকাতো কিনা একবার
উঁকি মারতাম।
না। কেউ ডাকত না ভুলেও


দুপুরটায় বকুলের তলে কতবার ঝরিয়েছি ফুল
ভালোবাসার ঘ্রাণ নেবো বলে
না সে দেয়নি।  তৃষাতুর হয়েছি বার বার
গড়িয়ে বেলা।


অতঃপরও
তাকে ডাকলাম খুব করে, এলো।
কিন্তু তার কাছে ছিল না বাকী আর ভালোবাসা
দেবে কোত্থেকে !
খাজনা তোলার মত
ঘ্রাণ তার উবে গেছে কর্পূর জলে।


যেতে যেতে গোধূলির রাঙা আলোয়
ঘরে ফেরার সুর নিয়ে পাখিরা উড়ে গেলো
পেরিয়ে গেলো মৌসুমি ক্ষণ
ঠিক তখন এসে ডাকলে পিছু
হৃদয়ে ক্ষরণ হোল খুব
পেলবতা পেলো না আর ভূমি
পেলো না আগুনজ্বলা তাপের তনু।


তবু সাধ হয়েছিল আসে তো আসুক
ছুঁয়ে দিক বেদনার ফুল,ভুলে আজ
ফিরি আনন্দিত মনে
ফেলে আশা কিশোর বেলায়
সে আর আমি,  আমি আর সে
************************
টুঙ্গিপাড়া,