আমি ছাড়া আর কে আছে আমার  
দুঃখ নিবারণ আর তৃষ্ণা মেটাবার ?
অথৈ সাগরে ভাসি রোজ
ফাগুন বাতাসে উড়াই আগামী সকাল
গাই বিপ্লবী গান
জ্যৈষ্ঠের খরা তাপে বুনি স্বপনের জাল
ওই যে সুনীল আকাশ, মেঘমালা, দূরের পাহাড়
মাঠের পরের দেশে খুঁজে ফিরি আমার সত্যের ধার
আমি ছাড়া বলো আর কে আছে আমার ?


আমি ছাড়া আর কে আছে আমার
সুখ সখা রণক্ষেত, রথখোলা, মেঠোপথ, নদীর উজান স্রোত মন ভুলানোর
কে আছে জোছনার জলে ডুবে পথ খুঁজবার
কে আছে হাত বাড়িয়ে আকাশের এক কোণে কাস্তের মতো নতুন চাঁদ দেখাবার


আমি ছাড়া কে আছে আমার
দুঃখের সমাপ্তি ঘটাবার
বুকভরা দিয়ে ভালোবাসা
ঘটাতে চাই চূড়ান্ত বিপ্লব আবার
দিতে চাই পৃথিবীতে এই একবিংশ শতাব্দীতে
ভোরের আলোর মতো এক চরম সত্য দুরন্ত কবিতার।
*****************************
টুঙ্গিপাড়া,২১/১১/২০২০