রবি ঠাকুরের কোন গান যখন শুনি
তখন তাঁর আশি বছরের পুরো জীবনটা সামনে ভাসে
মহামানবের একটা জীবন
বলেছিলেন,
"আমি পথ ভোলা এক পথিক এসেছি-----
--
গ্রাম্য রাখাল কিম্বা কোন খেটে খাওয়া মজুরের কোন  বাঁশির সুর অথবা কোন কান্নার আওয়াজ যখন শুনি
তখন সমুদ্র দোলনায় দুলী, ভাসি,কাঁদি
--
এক কালের অজপাড়া গাঁ, শহরের সাথে সমান্তরালে শহরমুখী হয়, ধানক্ষেত মিশে যায় বহুতল ভবনের নীচে, বন জঙ্গল শেয়াল ধ্বংস করে হরেক শেয়াল
যান্ত্রিক যানবাহনের বিকট শব্দ যখন শুনি
তখন গদগদ হই জাগতিক উন্নয়নে
সামনে ভাসে না অতীত অথবা কোন হিজড়ের কোন জীবনকাহিনী
--
মুসলিম ব্রাদারহুড মুরসির ব্যাপকতা নিয়ে দাপট দেখালো দশমাস
খেমাররুস পলপট ইদি আমিন সাদ্দাম গাদ্দাফির পরিনতি ?
ইতিহাস! সে তো সকল সময় সত্যের উচ্চারণ।
--
সাতচল্লিশ হতে একাত্তর তারপর এই পঞ্চাশ
কত আশা আকাঙ্ক্ষা কত স্বপ্ন আর সৃষ্টির বীজ বুনে বুনে আজকের তিলোত্তমা নগর বন্দর


তারপরও মনে হয়
আমি পথ ভোলা এক পথিক এসেছি।
***************************
২১/০২/২১