আমি আর কাঁদবোনা বেদনায়
আমি আর ছোঁবনা তোমার হাত
গড়াবেনা চোখে জল জোছনায়
হোকনা ব্যথার যতই তিমির রাত।


                        আমি আর বাড়াবোনা এই হাত
                        কষ্টের সিঁড়ি যতবারই টপকাই
                        আসুকনা  যত ঝড় ঝঞ্ঝার রাত
                        তোমার সুখের সপ্তম রোশনাই।


আমি আর ফেলবোনা আঁখি জল
আমার অসুখ আমার ঘরেই থাক
তোমার বাড়ী বাড়ুকনা কোলাহল
শান্তি সুখের অবাধ বারতা পাক।


                     আমি আর তাকাবোনা চারিদিক
                     আসুকনা যত ছন্নছাড়ার দল
                     আসুক যতই ভয়হীন নির্ভীক
                     মহামারী আর কুজ্ঝটিকার ফল।


আমি আর কাঁদবোনা বেদনায়
মৃতের মিছিল যতটাই  বড় হোক
ছুঁয়ে চলে যাক প্রান্ত সীমানায়
বুকের পাঁজরে লিখে রাখবো শোক।


               আমি আর কাঁদবোনা বেদনায়
               সাহসের বাঁশী বাজিয়ে যাবো রোজ
               ফুঁক দিয়ে যাবো নবীনের চেতনায়
               কষ্টকে দিয়ে করে যাবো প্রীতিভোজ।
******************************
রচনা ১০-০৪-২০২০.