অবহেলে হোক কিংবা সমাদরে হোক একটা নামে কেউ আমাকে ডাকতো, এখন ডাকে না
আঁধার রাত্রির গহীন ব্যথায়, ভালোবাসা আর প্রবল আনন্দের আতিশয্য যখন, তখন আমায় নামটা ধরে ডাকতো, এখন ডাকেনা।
এখন আমাকে সে নামে ব্রহ্মাণ্ডের সবাই ডাকে
সবাই আমাকে চেনে
সে আমাকে চিনেও চেনে না।


তাহলে কি সে আমার ভবিতব্য পড়েছিল?
পড়েছিল আঁধার রাত্রি পাড়ি দেয়া আলোর ইস্কুল ?
ঘরময় বিষাদের খেয়া ?
শ্রাবণ চোখে তারার মেলা? কৃষ্ণপক্ষের ক্ষয়িত পোড়া চাঁদ?


নিত্য শৈশব আমার, নিত্য কৈশোর, তপ্ত যৌবন আমার সুগভীর বার্ধক্য ভিড়ে আছে সম্মোহনী ঘাটে।
সে এখন না ডাকলেও ডাকবে আঁধার, খেদ ভরা বারিপাত, নদীর শাসন, ভূতল কর্ষণ।


পিছু পিছু কেউ ডাকুক আর নাইবা ডাকুক
কোন একজন বিশেষ একটা নামে।


নাই বা জানুক আমার ভূগোল
ভাত ঘুম দেবো আমি
আকাঙ্ক্ষার রোদ্দুর চেপে নিশ্চয়ই পার হবো গহীন সমুদ্দুর, আমি এক দিনমজুর।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,