এসো কমরেড, ফুলের বাগানে ফুল হই
বারুদের গুদামে বারুদ
যেখানে ফোটার সেখানেই ফুটি
দুঃখের দহনে জ্বলবার আগে
এই পৃথিবীর সবটুকু সুখ লুটি।


এসো কমরেড, আলোর দক্ষিণে
হোক আমাদের বাড়ি
যেখানে শাসন, শোষণ কখনো নয়
যেখানে বন্ধন অটুট মজবুতই হয়
যেখানে প্রেম অবিচল অবিরত
সুগন্ধ দিয়ে কষ্টকে করে নত।


এসো কমরেড, গড়ি দেশ হাতে হাতে
ভরা মৌসুমে তুলে দেই শোক বই
হাসি আনন্দ ভরে দেই দেহ প্রাণে
দিক হতে দিকে বলুক লোকেরা
আমরা অলস নই।
★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,