এখানে আসবে কেউ, সে শব্দ বের হয় গনগনে তাপে
জীবনের কাছে সত্য হয়ে, ভবিতব্য হয়ে।
এদিকে আমি যে বারবার খোলস পাল্টাই
আমি যে বারবার অন্য মানুষ হয়ে ঘুরে ফিরি বহুবিধ ফ্যাকাল্টি ধরে, যোনীপথে, অন্ধকূপে, অমাবশ্যার বাহুতে বাহুতে
আমি যে বারবার পেছনটাকে সম্মুখে আনি
স্মৃতি ধরে চলে ফিরি কিছুক্ষণ, চাঁদের হলুদ রোদে
ঝিমানো পৃথিবীটাকে দেখি বিষণ্ণ মলিন
আমি যে বারবার আলিঙ্গনে মত্ত হই
টইটম্বুর যৌবনতলায়
চরম পুলকে খুলি কিশোরীর তুমুল শাড়ি।


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
লেখাটি অগ্রন্থিত, আংশিক। রচনা ১৩/০৯/১৯৯৭