কেউ কখনো বলেনি আরেকটি বার এসো
বসো কাছে, শোনাও জীবনের সংগীত
বলো কিছু অগোছালো গল্প তোমার
ভালোবাসার কাব্য কথা ছুঁয়ে যাওয়ার ইচ্ছে ছিল কত অপূর্ণ দেয়ালে পলেস্তরা লাগানোর আগে
ঝরে যেতে যেতে , ফেরা না ফেরাদের দলে ভিড়ে
একদিন সত্যিই আর এই পথে হাঁটবো না প্রাতে
দেখা হবে না আর চৌরাস্তার মোড়ে
বঙ্গবন্ধু এভিনিউ থেকে শ্রীরামকান্দী গ্রামে ঘোষের ঘাটের মাঠে, পদ্মা থেকে মধুমতি পাড়ে
মিলবনা কখনো কোনো ফুল পাখি আর শরতের আকাশের সাথে।


কেউ কখনো আসেনি উন্মূল যৌবনে জোগাতে উৎসাহ
যুদ্ধ সাজে কখনো দাঁড়ায়নি সম্মুখে, বলেনি এসো  তুমুল যুদ্ধে নামি, এসো গলা জড়াজড়ি করি খণ্ডাতে দাবদাহ।


জানি মনেও রাখবে কেহ
জন্মেছিল কোনো এক বেহায়া বেদ্বীন
এই খানে এই পথে কত হাঁটাহাঁটি ছিল একদিন
কেউ তারে কখনো বলেনিকো একটিবার
বলেনি ফেরারী বসন্তে
হলুদ পরীর বেশে এসো তুমি
এসো সুরে গান গাই এসো ভোরের বাতাস হই
শান্তি  অমলিন।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,