১.
দেশ স্বাধীনের পর
স্বপ্ন স্বাধীন হয়নি এখনো আমার
একবারও কী দেখেছো দেয়ালে লেখা
স্বৈরাচারেরও দরকার হয় থামার।


২.
রাখোনি ধর্ম করিতকর্ম রাখোনি হৃদয়ে প্রেম
করোনি ত্রুটি নাম লেখা চেষ্টার
মাখোনি কষ্ট, স্বভাব ভ্রষ্ট, দ্যাখোনি তো প্রব্লেম
ভালো কী হয় এভাবেতে শেষটার?


৩.
কত হলে তুমি সুখী হবে জানালে
দিয়ে দেবো তার থেকে বেশী আরও
তবু যদি থেমে যেতে! থাকতে হলে
এক আধটু ভালোবাসতেই পারো।


৪.
আমাদের সেই দিন নেই বুঝি আর
দিনগুলি তবে তোমাকে দিয়েছি ধরে?
তাই যদি ভাবো, মিথ্যের শানকি ভরে
দেবোই না ফোটাতে তুমুল অহঙ্কার।


৫.
স্বপ্নের রাত নেই দিন নেই
ভর করে আছে দুঃখ
ভাগ্যের দেয়ালে অঙ্কিত আছে
এই পৃথিবীটা রুক্ষ।


৬.
অহমিকাগুলি ভুলে যাও ভালোবেসে দেখো, পাবে
যা কিছু চেয়েছিলে, নিশ্চিত চৌগুন সত্য তোমার হবে।
_________________________
টুঙ্গিপাড়া,