মনে পড়ে ?
যখন বসতাম একটি তরুণীর খুব কাছাকাছি
সুখালাপে মত্ত হয়ে রাখতাম হাতে হাত
কখনো গালের টোলে আঙুল, কখনো নাক
আশেপাশের লোকজন
আর মনে হতো কেঁপে উঠত শহরের অলিগলি
হঠাৎ যেন বিনেমেঘে বজ্রপাত।


কি হয় একটি তরুণ তরুণীর হাতধরে শিহরণ  বিনিময়ে? চারিদিকে চাওয়াচাওয়ি, ফিসফাস।
মনে হয় লুটপাট হয়ে গেছে মানসম্মান সকলের ইজ্জত
একটি তরুণ, তরুণীর এতো কাছাকাছি ! ছি!  ছি।
ও' তো এক বেহায়া বেদীন, হাড় বজ্জাত !


আরেকদিন রেডিওতে ছিলাম একসাথে
কী অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাটকের সংলাপ ফেলে ধেয়ে এলো বুড়োদের দল। তারা বলে, এত কেন মাখামাখি
কী আছে ও'র ভেতর বাহিরে ? সহায় সম্পদ কিছু আছে টাছে নাকি? আছে নাকি সুখ পাখি?
কোন এক কাননের অনিন্দ্য ফুল?
দরাজ গলার সুর , লুকোনো স্বপ্নচাবি, আলোর ইস্কুল?


সব খেরো খাতা তরুণেরা, যুবকেরা নিয়ে গেছে বলে
ইতিহাস লেখা হয় অন্যরকম।
[][][][][][][][][][][][][][][][][][][]][][][][][][][][][][][[][]
টুঙ্গিপাড়া