দেখেছো কি পৃথিবীর প্রথম পোষাক?
রৌদ্রের করতলে খা খা শূন্যতাকে বয়ে নিয়ে দিকভ্রান্ত মহাকাল
সেই তোমারই, বুকের সাহসে।


তারপর তরতর করে বেয়ে গেলে লাউয়ের ডগার মত
বয়ে গেলো ফেরারী সময়
দুঃখী মাচানে জমা হয় আধেক পৃথিবী আমার।


উবে গেলো সেই  বালিকা নধর, স্বলাজ হাসি
রাঙাফুলের ড্যাবডেবে যৌবন, কচুর পাতার মত নড়বড়ে কিশোরী সংসার।


স্বপ্নের সিথানে রেখে কত চুমু খেয়েছি রাত্রির ঠোঁটে
জলবায়ু অস্থিরতায় কাঁপিয়েছি জরায়ু তোমার
অথচ জানোনি তখনো, গভীর তমসা পাড়ি দিয়ে
যেতে হলো বহুদূর, ধীর পদভারে
সময় দেয়ালে সুমেরুয় পারস্য মেসোপটেমিয়া রোমান হরপ্পা মহেঞ্জোদারো রাঢ় বঙ্গ সমতটে
কত ফাগুন খসালো রঙিন ফুল
পর্বত ঝরালো সাগরের সঞ্চিত জল
ধ্বংসের বীজ হতে বার বার উঠে এলো সভ্যতা সংস্কৃতি দেশ জাতি রাষ্ট্র।


এই আনন্দ নিকেতনে দুর্দান্ত  বিনিময়।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,