বেদে বহরের কিশোরী বেদের দল
ছুটে চলে,এক গাঁ থেকে আরেক গাঁয়ে
কোন রাজনৈতিক দাবীর মিছিলে অংশ নেয়না ওরা
তবু রাস্তায় স্লোগান তোলে খাদ্যের
কিছুটাতো বিনিময়ের।


কী করে পাড়া গাঁ নিশ্চিন্তে ঘুমায়!
রাজনীতির মাঠ গরম হয় শহুরে রাস্তায়,
টেলিভিশনের পর্দায়, অর্থনীতি মন্দা যায়
কখনো ওঠে ফুলেফেঁপে, হাজার কোটি টাকা লুটে নেয় হলমার্ক
লুটেরা ব্যবসায়ী, ব্যাংকার, সুদখোর ক্যাসিনোর কারসাজি অথবা শেয়ার বাজার।
দায় নেয় না রাষ্ট্র, রাজনীতিবিদ
পার পেয়ে যায় এসব তথাকথিত সামান্য অন্যায়।


পথে হাঁটা বেদে বহরের দায়ও নেয়না জাতিসংঘ, রাষ্ট্র কিংবা রাজনৈতিক নেতা
অথচ মিয়ানমার থেকে তাড়া খাওয়া রোহিঙ্গাদের এদেশে আনন্দের আশ্রয়
মহানন্দে আছে তারা, ফিরতেও চায়না আর নিজ ভূমে আরামের বাস আরামের খাবার ছেড়ে।


বেদে বহর চিরকাল  পরিযায়ী, যাযাবর
ওরা ঘরছাড়া, ওরা ভিটেমাটি সুখ হারা
ওদের পরমায়ু নিভে যায় পথে ------


হায় পথ!
কতইনা দেখালি রং
এইত মাত্র ক 'দিন! সংসারের বেদে বহরে হাঁটছি আমরা
আমি আপনি সবাই।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,