দেখলে তোমার মুখ, দুঃখ ভরা
বুকে নামে আয়ন শীতল বায়ু
কী বেদনায় ছড়াও পুষ্পরাজি
যায় ফুরিয়ে ভালোবাসার আয়ু।


                কয়জনে কয় কি যে ভালো আছো !
                ভালোই আছি ? হায়রে ভালো থাকা!
                মাথার মধ্যে ভীন গ্রামের আলো
                বুকের মধ্যে আঁধার পুষে রাখা।


থালার মতো হলুদ মাখা চাঁদ
ওই যে দূরে আকাশে তার ঠাঁই
কতজন যে বাসতে পারো ভালো
কতজনে ভোগ করে রোশনাই।


                জানো? সেই যে চৈত্র মাসের রাতে
               দেখিয়ে দিয়ে শহর মুখো পথ
               খুঁজতে গেলে নিজের জীবনটা
               থামলো না আর বিশ্বময়ী রথ।


এ জীবনে হবে কি সব পাওয়া
আছে সময়? কে রাখে কার খোঁজ
না পাওয়াতে দুঃখ অনেক বেশী
পাবার আশায় থাকো প্রতি রোজ।


                এই জীবনে না যদি হয় মেশা
                পর জীবনের অপেক্ষারা এসে
                হয়ত সুযোগ করে দেবে ঠিক
                দু' টি মনের বাঁধন হবে শেষে।।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,
জন্মান্তর কবিতাগুচ্ছ