অপূর্ব ছল
==========
এও আমি জানি, আমারে খেলছে শেষে আধবোলা সে, যারে আমি শিখাই বুলি অ আ পিঠাপুলি পৌষের চাদর, যার ঠোঁটে আজও দাগ ভালোবাসা ফুলপাখি অমৃত আদর। যার মুখে সাধ হয় যাই দেখে চিরকাল চাঁদহাসি সাঁঝের উৎসব। তারে আমি দিতে পারি রাতশেষে ফুটে ওঠা ফুলের সৌরভ। দিতে পারি আরো তারে পরানে বান্ধিয়া রাখা অথৈ তৃষ্ণার রাশি সহায় সম্পদ সব। আমার হারানো দিন অবুঝ কৈশোর সময় হরবোলা শৈশব। সেই কিনা হররোজ আমার চোখেতে নামায় শ্রাবণের জল, ভাসি আমি কুয়াশায় ভরা মন নিরাশায় একি অপূর্ব ছল! আহারে! পরান জ্বলিয়া যায় পরানে পরান জ্বলে চোখের কাজল।