বিষাদের গল্প করতে আসিনি
কষ্টও বিলাতে আসিনি এ পরিত্যক্ত নগরে
পাঠ করতে এসেছি ভেঙেচুরে যাওয়া এক উন্মাদ
কবির দুঃখের কবিতা
কেননা নগরীর দু্র্গন্ধময় নর্দমায় ডুবে গেলো কবি
এইতো ক'দিন আগে--
সহ্য হয়নি তার দায়দেনা আর লজ্জার ভার
সদ্য ভাঙা হাটে বিকোয়নি পুস্তক কবিতার
ছুটি নেয়া তাই কবিদের একান্ত অধিকার।


কবি জানে,
কবিদের বাউন্ডুলে জীবনে মৃত্যুর ব্যস্ততা বেশী
প্রত্যহ প্রতিদিন কবির মৃত্যু হয় অথবা কবিতার
তাইতো বাড়িয়েছে গ্রীবা, লজ্জার নত মুখ
কবি তবু কারো চায় না সহানুভূতি,
                            ভিখিরির মতো হাত পাতা
কবি কেবলই চায় পড়ুক তারে কেউ
তার মতো দুঃখ আর কষ্টে আত্মাহুতি দিক
আরেক মানুষ।
_________________________
টুঙ্গিপাড়া,