ঝড় চলছে অবিরাম  মনে
দিকভ্রান্ত মেঘের কোলে কালো কুৎসিত ভাবনার খেদ
ঝেড়ে ফেলে ছুটে চলো না একবার
ক্ষুধার ঘরে চোখ মেলে তাকাও
দেখো দুঃখ দারিদ্র্যের ছোবলে পাড়াগাঁয় আগুনের তাপ
চেয়ে দেখো মৃত্যু জ্বরা পাংশুর দেহে বয়ে চলে
অনুর্বর ফেরারী সময়
নদীর জলে নাম লেখাতে চাই না আর।


থামেনা ক্রন্দন
কবে আসবে নাম না জানা ভোর ?
আসবে সুদিন !


তোমার উম্মুল যৌবনের রাগে ফোটা ফুলশাখে
মধুর আলাপন সারো, একটুও অবহেলে নয়
ভালোবেসে তিলোত্তমা করে তোল অনুপম সুর
ভালোবেসো একটিবার দিনান্ত পরিশ্রান্তের দহনে পুড়েও ক্ষুধার্ত খাঁটি যার হাত
ভালোবেসো কাকচক্ষু জল, ফুল, পাখি আর
স্নেহমাখা মায়াবী সকাল।
★★★★★★★★★★★★★★★★★★★★★★