পুড়ছে বাজার, গরীবের কপাল
রোজ অভাগার সাগর শুকায়, দুঃখ আসে বানের মতো
ও'পাড়ার ওনাদের কী আসে যায় তাতে?
গরীব চিরকাল গরীবই থাকে বাঁচতে চায় শুধু ভাতে।


লেজের আগুনে হনু পুড়িয়েছে আগে লঙ্কা
তার তেজে কি পুড়ছে পৃথিবী?
চলছে যুদ্ধ দেশে দশে
দামের বাজারে কী আর বুঝে নিবি
কত প্রাণ হবে বলিদান, সেখানেই আছে শঙ্কা-


জ্বরা মরা আর অভিশাপ ঘুচে আজো দাঁড়ায়নি ধরা
আজো দেশে দেশে মরছে মানুষ
আজো ক্ষুধা আর খরা


এই পৃথিবীর ক্ষমতাধর রাজনীতিবিদ অসৎ ব্যবসায়ী লুটেরার দল যত
যুগ যুগ ধরে ওরাই করেছে মনুষ্যত্বকে ক্ষত


ঈশ্বরে দেই দোষ!
             ওরে শয়তান নির্বোধ!
                 লোভের তাড়না ভর করে আছে তোর-


আশাবাদী হই তবু
সত্যিই একদিন, হবে নিশ্চয় হবে নিশ্চয় এই পৃথিবীতে সুখ শান্তির ভোর।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,