ডালে বসে থাকা অসুস্থ পাখির মতো আমিও বসে বসে ঝিমোই। আমারও কোন ডাক্তার নেই, ঔষধ নেই আমিও ওদের মতো বেঁচে উঠি, কখনো কখনো মরে যাই। ওরাও পরিযায়ী আমিও পরিযায়ী। মৃতদেহ পড়ে থাকে পচবার অপক্ষায়। প্রকৃতির নিয়মের তালে হয়ত আবারও জন্ম নেই শত সহস্রবার। কেবল জানা হয়না পূর্ব জনম। আসলে কী এক সুতোর টানে আমি তুমি  আসি আর হারাই কালের স্রোতে! ফিরে ফিরে তাকাই যদি কখনো দেখা পাই স্বর্গের মতন তোমায়, তোমার অনন্ত চোখ, নতমুখ আহ্লাদী  ভালোবাসা, একাকার সত্য যাপন।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^